Monday, July 7, 2025

লন্ডনে ইরানি দূতাবাসে গিয়ে ‘ইসরায়েলি সরকারের অপরাধের’ নিন্দা জানালেন ইহুদিরা

আরও পড়ুন

লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে গিয়ে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইহুদি সম্প্রদায়ের একটি অংশের প্রতিনিধিরা।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রতিনিধিদলটি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডারদের স্মরণে একটি বইতে সই করেন।

লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে ইহুদি সম্প্রদায়ের একটি অংশের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

লন্ডনে ইরানি দূতাবাস জানিয়েছে, এই দলটি ‘ইরানি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং নেতানিয়াহু ও জায়নবাদী সরকারের অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে’।

আরও পড়ুনঃ  ইরানের মতো আরেক দেশে হামলার হুমকি দিল ইসরায়েল

ইরানি দূতাবাস জানিয়েছে, প্রতিনিধিরা ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেছে, জায়নবাদী শাসনের অপরাধ ইহুদিধর্ম দ্বারা অনুমোদিত নয়। নেতানিয়াহুর আসল লক্ষ্য সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা দেখে আমরা হতবাক। নেতানিয়াহুর অপরাধ এবং অমানবিক কর্মকাণ্ড কোনো নৈতিক কোড বা ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর ভাষ্য, এই প্রতিনিধিরা হারেদি সম্প্রদায়ের ইহুদি। তারা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের তীব্র বিরোধিতা করে। এই সম্প্রদায়ের ধর্মগুরুরা এর আগে ইরান সফর করেছেন এবং ইসরায়েল-বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। বছরের পর বছর ধরে তারা ফিলিস্তিনি আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ