Monday, July 7, 2025

ইরানের মতো আরেক দেশে হামলার হুমকি দিল ইসরায়েল

আরও পড়ুন

ইরানের মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

বৃহস্পতিবার (৩ জুন) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন। গোষ্ঠীটির ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বাহিনী প্রতিহত করার পর তিনি এ হুঁশিয়ারি দেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল তাদের বিমানবাহিনী প্রতিহত করেছে। এই ঘটনার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এই হুমকি এসেছে।

আরও পড়ুনঃ  তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে যা বলল রাশিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইয়েমেনের সঙ্গে তেহরানের মতো আচরণ করা হবে। তেহরানে সাপের মাথায় আঘাত করার পর, আমরা ইয়েমেনে হুথিদেরও আঘাত করব। ইসরায়েলের বিরুদ্ধে যেই হাত তুলবে, সেই হাত কেটে ফেলা হবে। 

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত ১৩ জুন হঠাৎ করে ইসরায়েল ইরানে সরাসরি ও উসকানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। 

আরও পড়ুনঃ  নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ

এসব হামলার জবাবে এ আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতার এবং ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে ২৪ জুন তড়িগড়ি করে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ